কক্সবাজারের মহেশখালীতে জোয়ারের পানিতে ভেসে হাসান নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা সোনাদিয়ার সংযোগ সেতুর মধ্যবর্তী স্থান থেকে হাসানের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জোয়ারের পানিতে ভেসে যায় হাসান। সে কুতুবজোমের বুজরুক পাড়ার আব্দু রহিমের ছেলে।
স্থানীয়রা জানান, হাসান তার এক সহপাঠী সৈয়দ নবীকে সঙ্গে নিয়ে ঘটিভাঙ্গা খালে যায়। এ সময় সেখানে ভেসে আসা বিভিন্ন ধরনের ভাঙ্গারি মালামাল কুড়াতে গিয়ে হাসান জোয়ারের পানিতে ভেসে যায়। এ সময় ছৈয়দ নবী তাকে উদ্ধার করতে গিয়ে ব্যর্থ হয়।
পরে খবর পেয়ে স্থানীয় ঘটিভাঙ্গা ইউপি মেম্বার নুরুল আমিন খোকা ও হাসানের আত্মীয়-স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। পরে বিকেলে ভাটার সময় একটি চিংড়ি প্রজেক্টের বাঁধের পাশে লাশটি খুঁজে পান।
পরে স্থানীয়দের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়।